আমি নিয়মিত বিভিন্ন তাফসীর অধ্যায়ন করে আমার নিজের জন্যে আল কোরআনের বিভিন্ন সুরা এবং আয়াতের তাফসীর নোট করে রাখি। অনেক দিন থেকেই আমি এটি করে আসছি। পরে ভাবলাম আমার এই নোট গুলো যদি অন্য কারো উপকারে আসে তাহলে ক্ষতি কি? সেই চিন্তা থেকেই এই পোস্ট গুলো এখানে দেয়া! আশা করি আল্লাহ্‌ আমাদের সকলের নেক ইচ্ছা পুরন করবেন। 

কোরআনের আলো

এসো কোরআন বুঝি-৪

01/07/2016 00:53
সুরা হাসরের শেষ তিন আয়াতঃ    তিলাওয়াতঃ   শুরু কথাঃ আগের দুই পর্বে আমরা সুরা ইখলাস এবং সুরা বাকারার ২৫৫ তম আয়াত তথা আয়াতুল কুরসি অধ্যায়ন করেছি! এই দুটো পর্বই অধ্যায়নের মূল লক্ষ্য ছিল আমরা যে আল্লাহ্‌র ইবাদত করি তার পরিচয় জানা! যেন আমরা তাঁকে ভাল করে জেনে শুনেই তার ইবাদত করতে পারি!...

এসো কোরআন বুঝি-৩

02/09/2014 01:34
আয়াতুল কুরসী (সূরাঃ আল-বাকারা, আয়াত ২৫৫)   তিলাওয়াতঃ    আয়াতুল কুরসীর সংক্ষিপ্ত পরিচয়ঃ আমারা পূর্বের পর্বে আল্লাহ্‌র পরিচয় জেনেছিলাম। আজকের পর্বে আমরা তেমনি একটি আয়াত অধ্যায়ন করব। যেখানে আল্লাহ্‌ সূরা ইখলাসের মতোই তাঁর নিজের পরিচয় দিয়েছেন। এ আয়াতটি একক ভাবে আয়াতুল...

এসো কোরআন বুঝি-২

09/06/2013 00:48
সূরাঃ ইখলাস     তিলাওয়াতঃ   শুরু কথাঃ আগের পর্ব-এ আমরা সূরা আসর নিয়ে আলোচনা করেছিলাম। সূরা আসরে আল্লাহ্‌ ঈমান আনার কথা বলেছেন। ঈমান আনার কথা এলেই প্রথমে আল্লাহ্‌র উপর ঈমান আনার কথা আসে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে আল্লাহ্‌ কে? কি তার পরিচয়? তিনি দেখতে কেমন? আমরা তাকে কিভাবে চিনব?...

এসো কোরআন বুঝি-১

09/05/2013 00:35
 সূরাঃ আল-আসর   তিলাওয়াতঃ  সূরা আসরের সংকিপ্ত পরিচয়ঃ এটি আল কোরআনের ১০৩ তম সূরা। আয়াত সংখ্যা ৩, সূরাটি মাক্ষী সুরার অন্তর্ভুক্ত। এ সুরায় সম্পূর্ণ দ্ব্যর্থহীন ভাষায় মানুষের সাফল্য ও কল্যাণের এবং তার ধ্বংস ও সর্বনাশের পথ বর্ণনা করা হয়েছে। ইমাম শাফেঈ যথার্থই বলেছেন , লোকেরা...