কবিতা

আমিতো পুড়িয়েছি আমাতে

17/01/2017 05:05
অনলে পুড়ালে হয়ত ছাই টুকু থাকত আমিতো পুড়িয়েছি আমাতে কেমন আছ তুমি? যদি একটু জানাতে! পুড়িয়ে পুড়িয়ে একদিন আগুনও নিঃস্ব হয় শুধু আমিই হই না,  নরকের আগুনে তো আর ছাই হয় না পুড়ে আবার পুড়ার যন্ত্রণা,  তোমার না হয় থাক অজানা!

বাংলাদেশ তুমি

18/12/2014 15:10
বাংলাদেশ তুমি শকুনে খুবলে খাওয়া এক ধর্ষিতা নারী! যেন পথ হারা তৃষার্ত এক ক্লান্ত পথিক!   বাংলাদেশ তুমি রাজাকারের ধর্ষণে জন্ম নেওয়া কিছু জারজ রাজনীতিবিদের জন্মভূমি!   বাংলাদেশ তুমি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের কারাগার যেন তুমি খালেদা জিয়ার নয় হাসিনার!   বাংলাদেশ...

দেয়াল

03/02/2014 00:49
আমরা হেঁটেছি একই পথে ডিভাইডার ছিল মাঝে ভালবেসেছি দুইজন দুজনে অবিশ্বাস ছিল মনে।   স্বপ্ন ছিল সাদা কালো রঙ্গিন হয়নি কবু মায়া আহ্লাদ সবই ছিল পাশে থাকা হয়নি তবু   বেড়েছে মাঝের দেয়াল একটু একটু করে হারিয়ে গেছ তুমি হাজার তুমির ভিড়ে। 

আমি চেয়েছি

30/11/2013 15:46
আমি চেয়েছি কেউ একজন আমার ড্রেস আপের খুত ধরুক শার্ট না টি শার্টেই আমাকে মানায় বেশি অমন তুচ্চ ব্যাপার নিয়ে ঘর মাথায় তুলুক।   আমি চেয়েছি কেউ একজন আমার জন্যে অপেক্ষা করুক রাতে বাসায় ফিরতে দেরি হয়েছে বলে মুখ গোমড়া করে জানালায় দাঁড়িয়ে থাকুক।   আমি চেয়েছি কেউ একজন আমার উপর প্রচণ্ড অভিমান...

সোনার ছেলে

19/11/2013 15:04
আমার দেশের সোনার ছেলে নেতার পিছে ঘুরে এতায় সেতায় গুলি খেয়ে রাস্তা ঘাটে মরে। মরব আমি বাঁচবে নেতা এই নীতিতে চলে পড়া লেখা সিকায় তুলে অস্র হাতে ঘুরে। বুক ফুলিয়ে ঠোট বাকিয়ে শ্লোগান হাকায় জোরে নেতার কিছু হলে এবার আগুন জ্বলবে দেশে। নেতা আমার নেতাই থাকে এসি ঘাড়িতে ঘুরে ছেলেটাই শুধু হারিয়ে...

অস্তিত্ব জুড়ে

01/11/2013 02:12
আমি হেঁটেছি তোমার হাত ধরে গাঁয়ের অনেক খানি মেটোপথ, আমি দেখেছি বাতাসে উড়া তোমার চুল আকাশে ডানা মেলা শুভ্র বক। নিলাম্বরে এঁকেছি তোমার মায়াবী মুখ  স্বপনে এঁকেছি আগামীর সব টুকু সুখ, আমাতেই আছ তুমি আমাতেই রবে  আমার পৃথিবী হয়ে আমার অস্তিত্ব জুড়ে।

আমার শৈশব

27/09/2013 00:37
এইতো আমার শৈশব, এই খানে শুয়ে কাঁদে অনাহারে, অর্ধাহারে নানু বাড়ীর মরা নদী, তাজুর দিঘি অন্যের খেতের আলুতে চরুইবাতি।   বানের পানিতে ভাসে কলার ভেলা চৈত্রের দুপুরে উড়ে রাস্তার ধুলা হুইসেল বাজিয়ে ধুঁয়া ছেড়ে যায় লম্বা একখান মালগাড়ি হাটিহাটি...

দোষ আমার একটাই ছিল

27/08/2013 15:55
দোষ আমার একটাই ছিল তোমার মন খারাপ হলে আমি পাগল হয়ে যাই তোমার কষ্টে আমি কষ্ট পাই বেদনায় আমি নীল হয়ে যাই । তুমি আমায় মুক্তি দিয়েছ তোমার মত করে অথচ কেউ একজন চেয়েছে শুধু ভালোবাসির মূল্যে সে তার পৃথিবী বিক্রি করবে। দোষ আমার একটাই ছিল আকাশে চাঁদ উঠলে বারান্দায় দাড়াতেই হবে, শরীরে শরীর লাগিয়ে আগামি কাল...

তোমাকে লিখছি মেঘ বালিকা…….

26/06/2013 01:49
মানুষ এত সহজে কিভাবে পর হয় তিলে তিলে গড়া প্রতিটি স্বপ্ন কাচের মত ভেঙ্গে দেয়, ভেঙ্গে যায়।   তুমি জানবেনা তুমি বিহীন প্রতিটি রাত একেকটি দুঃস্বপ্ন। তুমি বিহীন প্রতিটি নিঃশ্বাস বেঁচে থাকার জন্যে নয়, শরীরের প্রয়োজনেই নেয়া।   আত্মার মৃত্যু হয়েছে অনেক আগে আজ আত্মাটাই যেন শরীরের কাছে...

তুমি কেমন আছ?

31/05/2013 00:34
আমি আজও অন্ধ্যকারে হাতড়ে বেড়াই তোমার অস্তিত্ব! মাথার চুল আমারি পাশে! আমারি বিছানায় নিরবে নিঃশব্দে! হঠাৎ জেগে উঠে আমি আজও অন্ধকারে অনুভব করি তোমার হাত! আমার গায়ের উপর আমার মুখে! চুলগুলো এলোমেলো আমার বুকে! তোমার গালের উপস্তিতি আমি আজও তোমার শুন্যতা অনুভব করি প্রতিটি নিঃশ্বাসে! ফুসফুসের বায়ু...
1 | 2 >>