বিলেতের পথে পথে- ৫

25/04/2013 15:34

undefined


অনেক দিন হয়ে গেল বিলেতের পথে পথে লেখা বন্ধ করে রেখেছি। আজ হঠাৎ করে মনে হলে এবার শুরু করা দরকার তাই......।

আমি নিশাচর প্রাণী। অন্তত সত্তর ভাগ ক্ষেত্রেই নিশাচর। সারা রাত জেগে সকাল ছয়টার দিকে ঘুমাই। ঘুম থেকে উঠি ঘড়ির কাটা যখন ঠিক এগারটা ছুঁই ছুঁই। এক সেকেন্ড এদিক সেদিক হবে না! শুধু মাত্র যে দিন ইউনি থাকে আর ডে অফ থাকে সেদিন রুটিন অন্যরকম। ইউনি থাকলে আমি ঘুম থেকে উঠি ঠিক সাড়ে আটটায়। তার পর এক কাপ কফি নিয়ে মুবাইলে মেইল, ফে বু আর ব্লগ চেক করে দৌড় বাসের জন্যে। কারন গাড়িতে বসে মোবাইল টিপানুতে আমার অ্যালার্জি আছে!



ক্যলেন্ডারের পাতায় সেদিন ছিল বোধ বার ২২ ফেব্রুয়ারি ২০১২ সাল। ডে অফ। সেই সাথে ইউনিতে কোন ক্লাস নেই। ঠিক করলাম ইংল্যান্ডে যাচ্ছি। প্রথমে London এবং পরে Dover. উদ্দেশ্য Dover মিউজিয়ম। অনেক আগে শুনেছিলাম Dover মিউজিয়ামে ব্রোঞ্জ যুগের একটা নৌকা রাখা হয়েছে। প্রায় সাড়ে তিন হাজার বছরের পুরাতন নৌকা!! ধারনা করা হয় নৌকাটি খ্রিষ্ট পূর্ব ১৫০০ সাল অর্থাৎ ব্রোঞ্জ যুগের মাঝামাঝি সময়ে ইংল্যান্ডে তৈরি করা হয়েছিল নৌকাটি। শুনার পর থেকেই লোভ সামলাতে পারছিলাম না।

লন্ডনের সেন্ট প্যাংক্রস ইন্টারন্যাশনালে নেমে মনে হল বাহিরে সামান্য বৃষ্টি হচ্ছে। তখনও শীতের আমাজ যায়নি। বেশ টাণ্ডা লাগছিল। এখান থেকে হাই স্পীডের ট্রেনে আমাকে যেতে হবে Dover এ। সাময় লাগল মাত্র পঞ্চাশ মিনিটের মত যেখানে বাসে চার পাঁচ ঘণ্টার মত লাগত! Dover স্টেশনে নেমে হেটে চলে গেলাম মিউজিয়ামে। এখানে জনসাধারনের জন্যে প্রবেশ মুল্য রাখা হয়েছে ৩.৬০ পাউন্ড। তবে আমার কাছে স্টুডেন্ট কার্ড থাকায় ২.৫০ পাউন্ডে হয় গেল। তিন তলা ভবনের বেশ সুন্দর আর পরিপাটি একটা জাদুঘর। যেন Modern Dover, Stone age Dover এবং Bronze age Dover এর এক অপূর্ব সমন্বয়। মিউজিয়ামে ডুকেই চোখে পড়বে রোমান সময়ে এ এলাকার মানুষের জীবন যাত্রা। এছাড়া এই কক্ষে রাখা হয়েছে হাজার বছরের পুরাতন একটি কঙ্কাল। সিঁড়ি দিয়ে উপরে উঠলে চোখে পড়বে বিশাল আকৃতির একটি সিংহের ড্রাই প্রিজারবেশন। সেই সাথে এ অঞ্চলের খেলাদুলায় অর্জিত সাফল্য ফুটিয়ে তুলতে রাখা হয়েছে একটি গ্যালারি। এর পরে চলে যেতে পারেন তৃতীয় তলায়। সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে চোখে পড়বে বিশাল একটি পোলার ভাল্লুক। আগে চলে যাবেন ডান দিকের গ্যালারিতে। এখানে দেখতে পারবেন আধুনিক Dover। যেন পুরো Dover কে রেখে দেয়া হয়েছে এই গ্যালারিতে। এখানে একটা গ্যালারিতে রাজ পরিবারের ব্যাবরিত বেশ কিছু পোশাক, বাচ্চাদের খেলনা, ব্যাবহারের জিনিস পত্র রাখা হয়েছে। এই গ্যালারি দেখা শেষ হলে কক্ষ থেকে বের হয়ে অন্য দিকের কক্ষে যান। এখানেই রাখা হয়েছে প্রায় সাড়ে তিন হাজার বছরের পুরাতন নৌকা!! সেই সাথে এখানে একটি গুহা দেখতে পারবেন। যেখানে তৎকালীন সময়ে মানুষের জীবনযাত্রা ফুটিয়ে তুলা হয়েছে। এছাড়া এখানে একটি গ্যালারি রাখা হয়েছে যেখানে আপনি ভিবিন্ন সময়ে মানুষের ব্যাবরিত জন্ত্রপাতি স্পর্শ করে দেখতে পারবেন যা অন্য কোন মিউজিয়ামে সচরাচর দেখা যায় না। সেই সাথে এখানে একদম পিউর স্বর্ণের একটি কলসি রাখা হয়েছে যা Dover এর কোন এক জায়গায় মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছিল।

ছবি গ্যালারিঃ

ব্রোঞ্জ এইজ-এ নির্মিত নৌকা


ডিজাইন একই রেখে আধুনিক যুগে তৈরি করা নৌকা


তৎকালীন মানুষের জীবন যাত্রা


তৎকালীন সময়ে মানুষের কৃষিকাজে ব্যাবরিত কাটের যন্ত্রপাতি


হাল চাষের জন্যে ব্যাবরিত যন্ত্র


হাজার বছরের পুরাতন কঙ্কাল


আরও একটি কঙ্কাল


রোমানদের সময়ে ব্যাবরিত লৌহ বর্ম


আরও কিছু যুদ্ধের সরঞ্জাম


দুর্লভ কিছু স্বর্ণ মুদ্রা এবং কিছু ঘড়ির কালেকশন


মাটির নিচে প্রাপ্ত স্বর্ণের বাটি


স্টোন এইজের কিছু ব্যাবরিত বস্তু


রোমানদের সময়ে ব্যাবরিত পানির পাত্র


টাচ এন্ড ফিল


ড্রাই প্রিজারভেশনে রাখা সিংহ

undefined
দুর্লভ পোলার ভাল্লুক