বিলেতের পথে পথেঃ পাতাল রেলে ভুতের ছায়া (পর্ব- ১)

30/12/2014 02:02

একবার ব্রাইটন থেকে রাতে লন্ডনে আসছি ঈদ করব। ভিক্টোরিয়া ষ্টেশন থেকে ডিসট্রিক লাইনে মনোমেন্ট ষ্টেশনে আসলাম। জানলাম এখান থেকে রাতে আর কোন ট্রেন নেই। আছে রিপ্লেসমেন্ট বাস সার্ভিস। ভাবলাম এখান থেকে ব্যাংক ষ্টেশনে গিয়ে সেন্ট্রাল লাইনে বেথনাল গ্রিন ষ্টেশনে যাওয়া যাক। কাজিনের বাসায় ঈদ করব। তার বাসা বেথনাল গ্রিন ষ্টেশনের পাশেই। রাতে লন্ডনের পাতাল রেলে মানুষের আনাগোনা একেবারেই কম। প্রায় একা একা হেটে মাটির নিচের বেশ লম্বা টানেল দিয়ে ব্যাংকে আসলাম। সে দিন কেন জানি খুব ভয় পেয়েছিলাম। মনে হয়েছিল কেউ একজন আমার সাথে হাঁটছে। এর পর থেকে লন্ডনের পাতাল রেলের যে কয়েকটা ষ্টেশন আমি সব সময় এড়িয়ে চলার চেষ্টা করি তার মধ্যে অন্যতম হচ্ছে ব্যাংক পাতাল ষ্টেশন। কেন জানি এই ষ্টেশনের ভিতরে প্রবেশ করলে আমি আর শ্বাস ফেলতে পারিনা। একেবারেই দম বন্ধ হয়ে আসে। এই ষ্টেশন কে ঘিরে আছে অনেক গুলো অদ্ভুত গল্প।

দ্বিতীয় বিশ্ব যুদ্ধে জার্মান এয়ার রেইডের পর ব্যাংক পাতাল ষ্টেশনের উপরের দৃশ্য  

এটি লন্ডনের সপ্তম ব্যাস্ততম পাতাল রেল ষ্টেশন। দ্বিতীয় বিশ্ব যুদ্ধ চলাকালে ১৯৪১ সালের ১১ই জানুয়ারি জার্মান বাহিনীর বোমা হামলার শিকার হয় ষ্টেশনটি। এসময় প্রায় ৫০ জন নিহত হয়েছিল এবং আহত হয়েছিল প্রায় ৭০ জন। আক্রান্ত হওয়ার কারনে ষ্টেশনটি প্রায় দুই মাস বন্ধ করে রাখা হয়ে ছিল। তবে সেই মারা যাওয়া পঞ্চাশ জনের মধ্যে কাউকে দেখা যায়নি কখনও বরং দেখা যেত অন্য একজন মহিলাকে। সর্ব শেষ ২০০১ সালের দিকে তাকে দেখা গিয়েছিল বলে দাবি করে ছিলেন একজন। মহিলার নাম সারাহ্‌। এই মহিলার ভাই কাজ করতেন ব্যাংক অব ইংল্যান্ডে।  নাম Phillip Whitehead ।যাকে ব্যাংকের চেক জালিয়াতির দায়ে ১৮১১ সালে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছিল। মহিলা ব্যাপারটা মেনে নিতে পারেননি। তাই জীবনের বাকি প্রায় ২৫ বছর তিনি কাল আলখাল্লা আর কাল হেট পরে এই ষ্টেশনে এসে অপেক্ষা করতেন ভাইয়ের জন্যে। যেন অফিস শেষ করে প্রিয় ভাইটি ফিরে আসবে! সেই থেকে মহিলা ধিরে ধিরে সকলের কাছে পরিচিত হয়েছিলেন ব্লাক নান হিসাবে।  সকলেই তাকে চিনত এই নামে। তবে মহিলা মারা যাবার পরেও প্রায়ই তাকে রাতে ষ্টেশনের প্লাট ফর্মে দাঁড়িয়ে থাকতে দেখেছেন অনেকেই। সকলেই তাকে দেখেছেন একই পোশাকে! এছাড়া তাকে টানেলের ভিতর এবং ব্যাংক অব ইংল্যান্ডের গার্ডেনেও দেখেছেন অনেকে। 

bank underground sation'র সামনে ব্যাংক অব ইংল্যান্ড 


Make a free website Webnode