ছড়া
স্বরবর্ণ গান
17/08/2025 22:38
অ মানে অজগর, দুলে দুলে যায়,
আ মানে আম, মিষ্টি কত হায়!
ই মানে ইঁদুর, ছোট্ট দৌড়বাজ,
ঈ মানে ঈশান, আকাশে রঙ সাজ।
উ মানে উটপাখি, লম্বা লম্বা গলা,
ঊ মানে ঊষা, সকালে রোদ জ্বলা।
এ মানে একতা, সবাই মিলেমিশি,
ঐ মানে ঐশা, হাসে খুশি খুশি।
ও মানে ওল, মাটির নিচে রয়,
ঔ মানে ঔষধ, অসুখ ভালো হয়।
দশটি বর্ণ মিলল...
ন্যাংটা বাবা ভান ধরেছে!
31/05/2013 00:16
ন্যাংটা বাবা রাগ করেছে
থাকবেনা আর দেশে
রহিম-করিম, যদু-মধু
সব লেগেছে পিছে!
গ্রামে এবার ঝাড়-ফোঁকের
কেরামতি শেষ
ন্যাংটা বাবা ভাবছে এবার
হইবে নিরুদ্ধেস!
ন্যাংটা বাবার মুরিদ সকল
আছে বহুত টেলায়
ন্যাংটা বাবা বিনে এবার
গাঁয়ে বাঁচা দায়!
ন্যাংটা বাবা পোটলা হাতে
বারেক ফিরে চায়
ক্যামনে যাবে মনটা...
ন্যাংটা বাবা অমর হোক!
31/05/2013 00:15
বাবু আমার বেজায় চালাক
ধুর্ত বানর শেয়াল!
গল্পের ছলে ন্যাংটা সাঁজে
সাধু হয়ে বসায় চাল!
তর্কে বাবু হারিয়া আবার
উঠ পাখি হইয়া যায়,
কম্বল দেখাইয়া সে
গর্তে মুখ লোকায়।
ডাইনী বুড়ি হইয়া সে
এদিক ওদিক চায়
কাহার পাছায় তেনা নাই
তাহা খুঁজিয়া বেড়ায়!
পোস্টে বাবু সাধু...

